ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ১৬টি ডিপার্টমেন্টে আজ ৬ মে ২০২৪ রোজ সোমবার ২০২৩-২৪ সেশনের অনার্স (স্নাতক সম্মান) ১ম বর্ষের উদ্বোধনী  ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ১ম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাহমুদুর রহমান ভূঞা, বিভাগীয় প্রধান, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জমির উদ্দিন, প্রভাষক,  আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান প্রমুখ।


বক্তব্যে বক্তারা বলেন, ইসলামিক স্টাডিজ এমন একটি বিভাগ যে, বিভাগে পড়ে একজন পরিপূর্ণ দাঈ এবং সুনাগরিক হওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রত্যেক বছর বহু সংখ্যক দায়ী ও সুনাগরিক বের হয়ে দেশ বিদেশে ইসলামের বাণী প্রচার করার মাধ্যমে দেশের সুখ্যাতি বয়ে আনছে। আর এই ডিপার্টমেন্টে পড়ে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কামিয়াবী অর্জন করা সম্ভব।

ads

Our Facebook Page